Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48kখোলা বাজার২৪, শনিবার, ১২ মার্চ ২০১৬ : লা লিগার শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। জিনেদিন জিদানের দলের সামনে এবার লাস পালমাস। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকলেও স্পেনের সফলতম ক্লাবটিকে আটকে দেওয়ার প্রত্যয় আর আত্মবিশ্বাসের কমতি নেই দলটির।
পালমাসের মাঠে আগামী রোববার রিয়াল মাদ্রিদ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
চলতি মৌসুমে লিগের প্রথম পর্বে পালমাসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল রিয়াল। প্রতিপক্ষের মাঠে ছন্দময় ফুটবল উপহার দিতে না পারলেও সম্প্রতি হারেনি তারা। লিগে প্রতিপক্ষের মাঠে খেলা সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোরা, তিনটি করেছেন ড্র। আর এই পাঁচ ম্যাচে ১.৮ গড়ে গোল করেছে রিয়াল।
তবে রোনালদোদের এই ছন্দে ছেদ আঁকার হুমকি দিয়ে রাখলেন পালমাসের ফরোয়ার্ড উইলিয়ান হোসে। ২০১৪ সালে ৬ মাসের জন্য ধারে রিয়ালে খেলা ব্রাজিলের এই ফুটবলারের আত্মবিশ্বাসের মূলে আছে লিগের সবশেষ তিন ম্যাচের জয়। ওই তিন ম্যাচে কোনো গোলও খায়নি ২৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে থাকা দলটি।
“এটা আমার জন্য বিশেষ একটা ম্যাচ। রিয়ালে আমি যে অভিজ্ঞতা পেয়েছিলাম, তা খুবই ভালো ছিল। আমরা ভালো ফর্মে আছি এবং পয়েন্ট পেতে আমাদের এই সুযোগ কাজে লাগাতে হবে।”
কিছুদিন আগেও জিদান বলে আসছিলেন, এখনও আশা ছাড়ছেন না তিনি। তবে লিগ জয়ের আশা এখন আর করেন না রিয়াল কোচ। এর পরও খেলোয়াড়রা বাকি ম্যাচগুলোয় মনোযোগ ধরে রাখতে পারবে বলেই বিশ্বাস তার।
“আমরা পেশাদার একটা দল এবং আমাদের রোববারের ম্যাচ নিয়ে ভাবা দরকার। ম্যাচটা আমাদের জন্য কঠিন। কেননা, আমরা জটিল পরিস্থিতির মধ্যে আছি। খেলোয়াড়রা এটা জানে; সর্বোপরি আমরা দ্বিতীয় হয়ে লিগ শেষের চেষ্টা করব।”
লিগে সবশেষ ম্যাচে নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সেল্তা ভিগোকে ৭-১ গোলে উড়িয়ে দেয় জিদানের শিষ্যরা। ওই ম্যাচে চার গোল করেন দলের সেরা তারকা রোনালদো।
২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৪।
পয়েন্টের লড়াইটা না জমলেও বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেসের সঙ্গে রোনালদোর সর্বোচ্চ গোলদাতা হওয়ার দ্বৈরথ দারুণ জমে উঠেছে। এ মৌসুমে এখন পর্যন্ত পর্তুগালের ফরোয়ার্ড রোনালদোই লা লিগার সর্বোচ্চ গোলদাতা। তার গোল ২৭টি; ২৬ গোল নিয়ে এর পরই সুয়ারেস।
পালমাসের বিপক্ষে ম্যাচটি তাই রোনালদোর জন্য সুয়ারেসকে আরও পেছনে ফেলার সুযোগ।
পর্তুগিজ এই ফরোয়ার্ডকে আটকানো যে সহজ হবে না, সেটা সতীর্থদের মনে করিয়ে দেন পালমাসের ফরোয়ার্ড হোসে।
“তারা এখানে জিততে আসছে এবং রোনালদোও চাইবে গোলের ধারায় থাকতে। কেননা, সে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই করছে। তার মতো ফরোয়ার্ডকে পাহারায় রাখা খুব কঠিন।”
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে করিম বেনজেমা অনুশীলনে ফিরেছেন। এর পরও তাকে ছাড়াই এই ম্যাচ খেলতে হতে পারে রিয়ালকে।