Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রবিবার রাতে প্রথম পর্বের (বাছাই পর্ব) শেষ ম্যাচে ওমানকে ৫৪ রানে (ডি/এল মেথডে) হারিয়ে সুপার টেনের ছাড়পত্র হাত নিযেছে মাশরাফিবাহনী। আগে ব্যাট করে তামিম ইকবালের সেঞ্চুরিতে ১৮০ রান করেছিল বাংলাদেশ। জবাবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুই দফায় ডি/এল মেথডে ওমানের টার্গেট ঠিক করা হয়েছিল ১২ ওভারে ১২০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয়েছে ওমান। ফলে দারুণ এক জয়ে সুপার টেনের টিকেট কেটেছে বাংলাদেশ।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ওপেনার তামিমের সঙ্গে সৌম্য সরকার দূর্দান্ত সূচনা করেন। কিন্তু দলীয় ৪৮ রানে ওমানের পেসার লালচেতার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য। আউট হওয়ার আগে তার সংগ্রহ ২২ বলে ১২ রান।
সৌম্য আউট হওয়ার পর তামিমের সঙ্গে ক্রিজে যোগ দেন সাব্বির রহমান। ২৬ বলে ৪৪ রান তুলে তিনি আউট হন। বাংলাদেশের সংগ্রহ তখন ১৬ ওভার শেষে ২ উইকেটে ১৩৯ রান। ইনিংসের বাকিটা সময় তামিম ও সাকিব দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে এনে দেন নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮০ রানের পুঁজি।
তামিম অপরাজিত ছিলেন ১০৩ রান (৬৩ বলে) নিয়ে। সাকিব করেছেন অপরাজিত ১৭ রান।
এই এক ম্যাচেই অনেক অর্জন সঙ্গী হয়েছে তামিম ইকবালের। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করেছেন তিনি। সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে এই ফরম্যাটের ক্রিকেটে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেরা ইনিংসের রেকর্ডও পাল্টে দিলেন তামিম। এর আগে টি২০ ক্রিকেটে তার ব্যক্তিগত সেরা ইনিংস ছিল অপরাজিত ৮৮ রানের।
ওপেনার তামিম ইকবালের ঐতিহাসিক সেঞ্চুরির পর বাংলাদেশের বোলাররাও দ্যুতি ছড়িয়েছেন ধর্মশালার মাঠে। তাদের নৈপুণ্যে বৃষ্টিতে প্রথম দফায় ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওমানের সংগ্রহ ছিল ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান। বাংলাদেশ প্রথম সাফল্য দিয়েছিলেন তাসকিন আহমেদ। এরপর দ্বিতীয়টি এসেছে আল-আমিন হোসেনের বলে।
বৃষ্টি থামলে পুনরায় ম্যাচ শুরু হয়। ডি/এল মেথডে তখন ওমানের টার্গেট ঠিক করা হয় ১৬ ওভারে ১৫২ রান। তবে ১.২ ওভার খেলা হওয়ার পর পুনরায় বৃষ্টি নামে ধর্মশাল্য়া। ওই ১.২ ওভারে অবশ্য ওমানের আরও ২টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। এর একটি র্না আউটে পাওয়া। অন্যটি নিয়েছিলেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ওমানের সংগ্রহ ৪ উইকেট ৪৫ রান যখন, তখন ফের বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়।
বৃষ্টি থামলে দ্বিতীয় দফায় ডি/ এল মেথডে ওমানের টার্গেট ঠিক করা হয় ১২ ওভারে ১২০ রান। ফলে ম্যাচটি যথন আবার মাঠে গড়ায় তখন ম্যাচের বাকি ৩.৪ ওভার। ওমানের হাতে রয়েছে ৬ উইকেট; জিততে হলে তাদের প্রয়োজন আরও ৭৫ রান। এই অবস্থায় বাংলাদেশের সুপার টেন পর্বে খেলা এক প্রকার নিশ্চিত হয়ে যায়। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই অনুষ্ঠানিকতায় দ্রুত লয়ে রান তুলতে গিয়ে শেষ অব্দি নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৫ রানে থেমেছে ওমান।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান নিয়েছেন ৪টি উইকেট। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমান। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল।
প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ সুপার টেন পর্বে নিজেদের প্রথম খেলবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। যে দলটিকে কিছু দিন আগেই দেশের মাটিতে হারিয়েছে বাংলাদেশের দুরন্ত ক্রিকেটাররা।