Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ : নাটকীয় র্কমকাণ্ড তৈরি হচ্ছে বাংলাদেশ ব্যাংককে ঘিরে। হঠাৎ করেই স্থগিত ঘোষণা করা হল বাংলাদেশ ব্যাংকের ডাকা জরুরি পরিচালনা পর্ষদের বৈঠক। রোববার অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে আগামিকাল ১৫ মার্চ ডাকা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের জরুরি পরিচালনা পর্ষদের বৈঠক। অর্থ চুরি এবং তার তদন্ত নিয়ে অর্থমন্ত্রী মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকার পর সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের এই সভা স্থগিতের ঘোষণা আসে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহা বলেন, বিশেষ কারণে পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। পরবর্তী সভার তারিখ এখনো নির্ধারণ হয়নি।
অর্থ চুরির এই ঘটনা না জানানোয় কেন্দ্রীয় ব্যাংকের উপর ক্ষুব্ধ আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সকালে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। এই কেলেঙ্কারির মধ্যে আইএমএফ বৈঠকে অংশ নিতে ভারত সফরে যাওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সোমবার বিকালেই দেশে ফিরেছেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গভর্নর সভাপতিত্ব করে থাকেন। সোমবার বিকালে ফেরার পর গভর্নরের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার গুঞ্জন শোনা গেলেও তা হয়নি। বিমানবন্দরে কয়েকজন সাংবাদিক কথা বলার চেষ্টা করলেও আতিউর কোনো কথা বলেননি।
অর্থ লোপাটের খবর প্রকাশের পর রবিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম কেন্দ্রীয় ব্যাংকে যান। তিনি চারজন ডেপুটি গভর্নরের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই আসলাম পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা ডাকার পরামর্শ দিয়ে এসেছিলেন। পদাধিকার বলে তিনি নিজেও বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একজন সদস্য।
ওই বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাংবাদিকদের বলেছিলেন, মঙ্গলবার জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে। ওই বোর্ড সভায় পরিচালনা পর্ষদের নিয়মিত এজেন্ডার পাশাপাশি এই হ্যাকিংয়ের বিষয়েও আলোচনা হবে।