Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
সোমবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের রহবল হাজিপাড়ায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব জানান।
ওসি বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরমুখী বি আরটিসির যাত্রীবাহী বাসের বিপরীত দিক থেকে আসা মাটিবাহী মিনি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের বগুড়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শামীম আকতার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সদস্যরা চারজনের লাশ উদ্ধার করেছে।
এদিকে দুর্ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে এসআই জানান।