খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : আজ মঙ্গলবার থেকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বৃটিশ কোম্পানি রেড লাইন এ্যাভিয়েশন লিমিটেড।
গত সোমবার টেন্ডার ছাড়াই বৃটিশ কোম্পানিটিকে দুই বছরের জন্য কাজ দেয়া হয়। এজন্য ঐ কোম্পানিকে বছরে ৭৩ কোটি টাকা দিতে হবে সিভিল এ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে।
রেড লাইন্স কোম্পানি বিমান বন্দরে তিন ধরনের কাজ করবে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা তদারকি,পরামর্শ এবং জনবল প্রশিক্ষণ ও পরিচালনা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন এবং সিভিলি এ্যাভিয়েশনের বদলিকৃত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক উপস্থিত ছিলেন।
সিভিল এ্যাভিয়েশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এর পরিচালক নুরুল ইসলাম এবং রেড লাইন এ্যাভিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন এর প্রধান নির্বাহি কর্মকর্তা পল ম্যাশন।
তবে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন না সদ্য যোগ দেওয়া চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি।