Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : অনেকটা চোখ কপালে উঠে যাওয়ার মত অবস্থা। বাংলাদেশের সফল অধিনায়কের কারণেই কিনা বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে? নিজের ৫০তম অধিনায়কত্বের ম্যাচে অসিদের কাছে ৩ উইকেটে হারে বাংলাদেশ- বিবিসি বাংলার ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ নিয়ে এমন মন্তব্যই করেছেন ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদার।
শচীন টেন্ডুলকারের আত্মজীবনীর সহ-লেখক কলকাতাভিত্তিক এই বাঙালি ক্রিকেট লেখক বলছেন, ‘অধিনায়কত্বের কৌশলগত ভুলই বাংলাদেশের হারের প্রধান কারণ।’
দলে মাশরাফির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই লেখক। তিনি বলেন, ‘মাশরাফি এই দলে কী হিসেবে খেলছেন? তার ১২০ কিলোমিটার মিডিয়াম পেসের কার্যত কোন মূল্য নেই! ব্যাটসম্যান হিসেবেও হারিয়েছেন আগের সেই ধার। ৭ বা ৮ বা ৯-এ ব্যাট করছেন কি অধিনায়কত্বের জন্য? বাংলাদেশ দলে মাশরাফি নিজের অবস্থানটাকে কীভাবে মূল্যায়ন করছেন, নির্বাচকেরাই বা কীভাবে করছেন, এই প্রশ্ন আমি রাখতে চাই।’
সাকলাইন বোলিংয়ে মার খাওয়ার পরেও তাকেই বল দিয়েছিলেন মাশরাফি ভরসা করে। এটারও সমালোচনা করেন বোরিয়া। ‘সাকিব, আল আমিন, মুস্তাফিজের একটি করে ওভার বাকি থাকার পরেও কেন মাশরাফি সাকলাইন সজীবকে বল দিলেন? প্রতিপক্ষের ওপর কেন তিনি এই তিন বোলার দিয়ে চাপ তৈরি করলেন না।’