Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : আজ মঙ্গলবার বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে।
দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউপি ভোট হচ্ছে এবার। মঙ্গলবার ৭১২ ইউপিতে ভোট হয়েছে।
ভোট শেষ হওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের কাছে অভিযোগ নিয়ে সাক্ষাতের জন্য এসেছে বিএনপি প্রতিনিধি দল।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
বিএনপির মিডিয়া শাখার কর্মকর্তা শায়রুল কবির জানান, যুগ্ম সম্পাদক মো. শাজাহান, সুজাউদ্দিন, মনিরুল হক চৌধুরী ও কলিম উদ্দিন মিলন রয়েছে প্রতিনিধি দলে। তারা সিইসির কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন।
ইতোমধ্যে নির্বাচন কমিশনার আবু হাফিজ অপেক্ষাকৃত কম সহিংসতা-সংঘর্ষ হওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন। এতে ৬০ শতাংশেরও বেশি ভোট পড়ার সম্ভাবনার কথা জানান তিনি।
ভোট শেষ হওয়ার পর ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারি সচিব আশফাকুর রহমান বলেন, “বে আইনী কার্যক্রমের অভিযোগে কোনো ইউপির ভোট বন্ধ হয় নি। তবে ভোটে অনিয়ম ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০টি ভোট কেন্দ্র বন্ধ হয়েছে।”
পরে আনুষ্ঠানিকভাবে ইসির প্রতিক্রিয়া ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রথমধারের ৭১২ ইউপিতে প্রায় ৭ হাজার ভোট কেন্দ্র রয়েছে।
ভোট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ উৎসবের আমেজে ভোট হয়েছে দাবি করলেও বিএনপি বলেছে, এটা প্রহসনের নির্বাচন।