Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো জিকা ভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হয়েছে। দেশটির একজন পুরুষের দেহে এই রোগের ভাইরাস ধরা পড়েছে। লোকটি সম্প্রতি ব্রাজিল থেকে দেশে ফিরে আসে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, মঙ্গলবার ৪৩ বছর বয়সী ওই লোকটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গোয়াংজু নগরীতে তার চিকিৎসা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মশাবাহিত ভাইরাস জিকা ভাইরাসকে জরুরি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ব্রাজিল ও দক্ষিণ আমেরিকায় এই রোগটি ব্যাপক বিস্তার লাভ করেছে। এই রোগে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের নবজাতক শিশু ত্রুটিযুক্ত মাথা ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে। এশিয়ার কয়েকটি দেশে এই রোগ দেখা দেয়ার খবর পাওয়া গেছে।