খোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও সূচকের নিন্মমুখী প্রবনতা এবং লেনদেন হ্রাস অব্যাহত রয়েছে। লেনদেনের পাশাপাশি সব ধরনের সূচক কমেছে । ডিএসইতে আজ ৩১২ টি কোম্পানির ৯ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৯৫২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
মোট লেনদেনের পরিমাণ ৩২৩ কোটি ৪৮ লাখ ২ হাজার ৫২৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি ২১ লাখ টাকা কম। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১.৯৩ পয়েন্ট কমে ৪৪১০.২২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৭১ পয়েন্ট কমে ১৬৭৩.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ১০.৯৭ কমে ১০৬৮.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: স্কয়ার ফার্মা, কেয়া কসমেটিকস, এএফসি এগ্রো, বিএসআরএম লিঃ, বেক্সিমকো ফার্মা, আমান ফীডস্, ন্যাশনাল ফীডস, অলটেক্স ইন্ডাঃ, এমারেল্ড অয়েল ও অরিয়ন ইনফিউশনস্। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইস্টার্ন লুব্রিকেন্টস, ন্যাশনাল ফীডস, লিব্রা ইনফিউশন, জেমীনি সী ফুড, লিগেসী ফুট, কেয়া কসমেটিকস, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাম্বী ফার্মা, আইসিবি সোনালি ১ ও ইস্টার্ন হাউজিং। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সামিট এলায়েন্স পোর্ট, জুট স্পিনার্স, জিল বাংলা সুগার, স্ট্যান্ডার্ড ইন্সুঃ, ইউনিয়ন ক্যাপিটাল, হাইডেলবার্গ সিমেন্ট, সামিট পূর্বাচল, প্যারামাউন্ট টেক্সটাইল, সিনোবাংলা ইন্ডাঃ ও তুংহাই।