খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬: কাঠগড়ায় কোনো সতীর্থকে চাইলেই দাঁড় করাতে পারতেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ভারতের বিপক্ষে এক রানের অবিশ্বাস্য হারের পর কাউকে দুষছেন না বাংলাদেশের অধিনায়ক।
গত কিছু দিন তেমন কোনো সুখবর শোনেনি বাংলাদেশের ক্রিকেট। সেই সুখবর আসতে পারত বুধবার। ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপেও টিকিয়ে রাখত মাশরাফির দলকে। কিন্তু শেষে তিন বলে দুই রানের সমীকরণ মেলাতে পারেনি দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, আরেকটু তৎপর হলে হয়তো সব কিছু বাংলাদেশের পক্ষেই আসতে পারত।
“আমি কাউকে দায়ী করছি না। আমি কাউকে দায় দিচ্ছি না।”
জয়ের দ্বারপ্রান্ত থেকে হৃদয় ভেঙে দেওয়া হারকে নিজেদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হিসেবে দেখছেন অধিনায়ক। তবে এই ধাক্কা সামলে এগিয়ে যেতে সতীর্থদের তাগিদ দেন মাশরাফি।
“আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। বাংলাদেশ ক্রিকেট তো এখানেই থেমে যেতে পারে না। আমাদেরকে এ অবস্থা থেকে এগিয়ে যেতে হবে।”
আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ।