খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট গণনার সময় গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্র ঘেরাও করে ব্যালট ছিনতাই ও সরকারি কাজে বাধার অভিযোগে অজ্ঞাতপরিচয় ১৩০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে এসআই সানোয়ার হোসন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ বলছে, উপজেলার ধানিসাফা ইউনিয়নের ধানিসাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে মঙ্গলবার রাতে ভোট গণনার সময় ভোটের ফল আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে যেতে থাকলে তার সমর্থকরা কেন্দ্রটি অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললেও তারা তা করেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোড়ে; নিহত হন পাঁচজন।
ওসি বলেন, “মামলায় সরকারি কাজে বাধা, ভাংচুর, ব্যালট ছিনতাই এবং ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ আনা হয়েছে। অজ্ঞাতপরিচয় ১২-১৩ শ’ জনকে আসামি করা হয়েছে।”
এদিকে এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি কমিটি করা হয়েছে। দুই কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।