Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: আজানের জন্য ভাষণে বিরতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন উপলক্ষে এখানে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার সময় পার্শ¦বর্তী একটি মসজিদে আজান শুরু হলে তিনি কিছুক্ষণের জন্য তার ভাষণ বন্ধ করে দেন। নির্বাচনে নিজের দলের পক্ষে মুসলমানদের ভোট টানতে তিনি এ কাজ করেছেন বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও সিপিআই (এম)-কংগ্রেস জোটের বিরুদ্ধে নির্বাচনী লড়াই শুরু করেছেন মোদি।
তিনি সোমবার এখানে বিএনআর ময়দানে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ময়দানের কাছেই ছিল গোলবাড়ি মসজিদ। মোদি ভাষণ দেয়ার সময় ওই মসজিদ থেকে আজান শুরু হলে তিনি তাৎক্ষনিকভাবে বক্তৃতা দেয়া বন্ধ করে দেন। আযান শেষ হলে তিনি পুনরায় বক্তৃতা দেয়া শুরু করেন। তিনি বলেন, ‘এটা আমাদের পরম্পরা (ঐতিহ্য)। আমাদের অবশ্যই সব ধর্ম এবং তাদের রীতিনীতি ও প্রথাকে শ্রদ্ধা করতে হবে।’ মোদি বলেন, ‘আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে যাতে ভারতের ঐক্য বজায় থাকে।’
আজান শেষ হওয়ার পর মোদি আরো ২০ মিনিট জনসভায় ভাষণ দেন। জনসভায় ব্যাপক লোকসমাগম হয়। চার মুসল্লী খড়গপুর শহরের আফতাব ও শেখ ফেরদৌস এবং মেদিনীপুরের ইমতিয়াজ আলী ও আমির খান সব ধর্মের প্রতি ‘সম্মান’ প্রদর্শনের জন্য মোদির প্রশংসা করেন।