Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

UP_nirbachon8খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: গণসংযোগ ও প্রচারণায় বাধা, হামলা-ভাঙচুর, সংঘর্ষ-গোলাগুলি, ভয়-ভীতি, হুমকি-ধামকির পর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই শুরু হয়েছে সারাদেশে ৬৩৯টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্যমতে, দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউপিতে চেয়ারম্যান পদে ২ হাজার ৬৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি দল ১ হাজার ৪৯৩ জন প্রার্থী দিয়েছে। এরমধ্যে আওয়ামী লীগ ৬৩৯, বিএনপি ৫৬০, জাতীয় পার্টি ১৪৯, জাসদ ২৪, বিকল্পধারা বাংলাদেশ ১, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৬, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯৪, জেপি ৩, এনপিপি ২, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ২, সিপিবি ৫, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১, খেলাফত মজলিস ১, বাসদ ১, বাংলাদেশ সাম্যবাদী দল ১ ও জাকের পার্টি ৩ জন প্রার্থী দিয়েছে। বাকি ১ হাজার ১৬৯ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে এসব ইউপিতে সংরক্ষিত নারী সদস্য পদে ৬ হাজার ৪৯৮ জন এবং সাধারণ সদস্য পদে ২১ হাজার ২৫৯জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নির্বাচনে ১ কোটি ১২ লাখ ১২ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পচ্ছেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৬ হাজার ২০৫টি কেন্দ্রের ২৩ হাজার ২১টি কক্ষে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রতি কেন্দ্রে ২০ জন করে ফোর্স মোতায়েন করেছে ইসি। এছাড়া প্রতি উপজেলায় থাকছেন ৪জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট।
এদিকে নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটের দুই দিন আগে থেকেই বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড সদস্যদের মাঠে নামানো হয়েছে। থাকছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও। সব মিলিয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনেও দুই লাখের মতো ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসি। দেশের নির্বাচন উপযোগী সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে ছয় ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত ২২ মার্চ প্রথম ধাপে ৭শ’র বেশি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।