Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬: নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেছেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট এখন পর্যন্ত ভালোভাবে চলছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আবু হাফিজ বলেন, ‘আমরা মনিটরিং করছি। গণমাধ্যম, ভোটগ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে ভোট হচ্ছে।’
তিনি আরো জানান, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর ইসি পায় নি।
প্রসঙ্গত, যশোর, ঢাকা ও কেরানীগঞ্জে ভোটের সময় কেন্দ্রের বাইরে এক শিশুসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। কুষ্টিয়া, সীতাকুণ্ড, কুমিল্লা, জামালপুরসহ কিছু এলাকায় অনিয়মের ঘটনাও ঘটেছে।
হাফিজ বলেন, প্রথম ধাপের নির্বাচনে কিছু অঘটন ঘটেছে। এবার তার পুনরাবৃত্তি দেখতে চায় না ইসি। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
আবু হাফিজ বলেন, যেখান থেকেই অনিয়মের তথ্য আসছে তা খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন ভালোভাবে ভোট হচ্ছে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনো অভিযোগ থাকলে জানান, আমরা ব্যবস্থা নেব।