Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: সু চির উপদেষ্টা হওয়ার প্রস্তাব নাকচ করলেন সামরিক এমপিরা। সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে যোগাযোগের ক্ষমতা দিতে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে রাষ্ট্রীয় দবিশেষ উপদেষ্টাদ করার প্রস্তাব করে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি খসড়া বিল সংসদের উচ্চকক্ষে প্রস্তাব করা হয়। কিন্তু ওই প্রস্তাব অসাংবিধানিক বলে উল্লেখ করেন সামরিক এমপিরা।
অর্ধ-শতকের বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন সূর্যের উদয় হয়েছে। সু চির নেতৃত্বাধীন এনএলডির সংসদ সদস্যরা শপথ নেওয়ায় দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নতুন জীবন পাবে বলে আশা করছেন অনেকেই।
সু চির দল থেকে নতুন প্রেসিডেন্ট আজ ক্ষমতা হাতে নিলেন। এক্ষেত্রে সু চি যে তার দলকে নিয়ন্ত্রণ করবে সেবিষয়ে কোনো সন্দেহ নেই। আর একারণে তার দল থেকে সু চির জন্য অতিরিক্ত কোনো আসন রাখার জন্য তৎপর ছিল এনএলডির সদস্যরা।
গত নভেম্বরে অনুুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনে সংসদের ৮০ শতাংশ আসনে জয় পায় এনএলডি। বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সু চির দলে চিকিৎসক, কবিসহ বিভিন্ন পেশার রাজনীতিক থাকলেও সরকার পরিচালনায় সু চিকে পরামর্শ দেওয়ার মতো অভিজ্ঞ সংসদ সদস্য নেই বললেই চলে। এছাড়া সংসদের ২৫ শতাংশ আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে। তাই যে কোনো প্রস্তাবে সেনাবাহিনীর মতামতের গুরুত্ব রয়েছে।
সু চিকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করার বিষয়ে কর্ণেল মিন্ট সুই বলেন, এই প্রস্তাবনা গৃহীত হলে প্রেসিডেন্ট তার ক্ষমতা হারাবে এবং উপদেষ্টা প্রেসিডেন্টের মত মর্যাদা পেতে শুরু করবেন।