খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: আগামী ৫ এপ্রিল নি¤œ আদালতে যাত্রাবাড়ী থানার নাশকতার একটি মামলায় হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মামলায় কয়েক দিন আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
গত রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সাথে এক বৈঠকে খালেদা জিয়ার আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব মামলা তিনি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবেন।
আইনজীবদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেনÑ জমির উদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, রেজ্জাক খান, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, নিতাই রায় চৌধুরী, মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন মেজবাহ প্রমুখ।