খোলা বাজার২৪, সোমবার, ৪ এপ্রিল ২০১৬: প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগসহ সব মামলায় জামিন হওয়ায় কারামুক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।
আব্বাসের জামিনের আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারামুক্ত হন তিনি।
তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, আপিল বিভাগের জামিন আদেশের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর বারডেম হাসপাতাল থেকে মুক্ত হন আব্বাস। এ সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসসহ তার নিকটজনরা উপস্থিত ছিলেন।