খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: প্যাডসমেত পা টেবিলে তুলে সাংবাদিক সম্মেলন করছেন কোনও ক্রিকেটার! বিশ্ব ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি। টি-২০ বিশ্বকাপ জেতার পর যা করে গেলেন মার্লন স্যামুয়েলস। হতবাক আইসিসি-র মিডিয়া ম্যানেজার, অবাক ঘরভর্তি সাংবাদিকরাও। অথচ কোনও হেলদোল ছিল না স্যামুয়েলসের।
দুরন্ত ব্যাটিং করে দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, পেয়েছেন ম্যাচের সেরা পুরস্কার। নিজের প্রিয়জন, দল কিংবা দেশবাসীকে ম্যাচ সেরার পুরস্কার উৎসর্গ করবেন, তা নয়, উৎসর্গ করে গেলেন শেন ওয়ার্নকে। আসলে ওয়ার্নের সমালোচনা এখনও হজম করতে পারছেন না স্যামুয়েলস। ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমার ম্যাচের সেরার পুরস্কারটা ওকে উৎসর্গ করছি। গত ৪ বছর ধরে ক্রমাগত আমার সমালোচনা করে চলছিল। জানি না আমার সঙ্গে ওর কোনও শত্রুতা আছে কিনা। হয়তো আমার মুখটা ওর পছন্দ নয়।
ম্যাচ চলাকালীন বারবার বেন স্টোকসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ছিলেন। ম্যাচ শেষে ছুটে গিয়েছিলেন ইংল্যান্ড ডাগ আউটের সামনে। সিমন্স ছুটে এসে না আটকালে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারত। এই প্রসঙ্গে স্যামুয়েলস বলেন, বারবার আমার সঙ্গে কথা বলছিল। ওকে নিষেধ করেছিলাম, আমার সঙ্গে কথা বলবি না, তবু বিরক্ত করছিল। এই ঘটনার জন্য জরিমানা হয়েছে স্যামুয়েলসের।