Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: দু’পক্ষের সংঘর্ষে ছাত্র খুনের ঘটনায় চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদের মধ্যে ১৬ জনকে আজীবন ও ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রাম নগরের ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেল (২৪) নামের এক ছাত্রকে।
তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন।
হত্যাকা-ের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরের ওয়াসা প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান।
পরে ওইদিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার সকালে খুলেছে বিশ্ববিদ্যালয়।