খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: সফল ভাবে ২০১১ বিশ্বকাপ ও ২০১৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর এ বছর জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও আয়োজক হিসেবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশ।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপটি বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে পারে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
২০২৩ সালের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত ও বাংলাদেশ যৌথ ভাবে এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা আছে। আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।