Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: ভালোবাসার সম্পর্কে বিশ্বাস থাকা খুবই জরুরি। একজন আরেকজনকে সব কথা বলবে এটাই স্বাভাবিক। কিন্তু প্রেমিকরা সাবধান। যদি সম্পর্কে সুখী থাকতে চান তাহলে কিছু কথা কখনোই প্রেমিকাকে বলবেন না। কথাগুলো হয়তো আপনার কাছে খুবই সাধারণ কিন্তু আপনার প্রেমিকার কাছে এর অর্থ অনেক বেশি।
লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট ব্লুগ্যাপ জানিয়েছে এ রকম ১০ কথা :
১. ‘বাহ! মেয়েটা খুব সুন্দর তো’- অন্য মেয়েকে দেখে এই কথা ভুলেও নিজের প্রেমিকার সামনে বলবেন না। তাহলে আপনার আর রক্ষা নেই।
২. ‘ব্যস্ত আছি। এখন কথা বলতে পারব না। পরে ফোন কর।’ – তাহলে ধরে নিন আজ আর আপনার প্রেমিকা আপনাকে ফোন করছে না। যতক্ষণ না আপনি তার মান না ভাঙাবেন।
৩. ‘তোমার জিমে যাওয়া উচিত। দিন দিন তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ। এখনই যদি কন্ট্রোল না করো তাহলে একসময় অনেক মোটা হয়ে যাবে। দেখতে ভালো লাগবে না।’
৪. ‘আজ রাতে আমার মা-বাবার সঙ্গে ডিনার করলে কেমন হয়? তোমাকে না বলেই প্ল্যানটা করে ফেলেছি। সুন্দর পরিপাটি পোশাক পরে এসো। দেখলে যেন পছন্দ হয়।’
৫. নিজের প্রশংসা করে বাড়িয়ে বাড়িয়ে কথা বলা। প্রেমিকা বিরক্ত হলে বারবার এসব প্রসঙ্গে কথা বলবেন না।
৬. ‘এতক্ষণে বাসায় ফিরলে? তোমাকে ফোন করে পাচ্ছি না। এত দেরি করলে কেন?’- এ ধরনের কথা না বলাই ভালো। যদি ঝগড়া থেকে রেহাই পেতে চান।
৭. ‘তুমি এমন করবে আমাকে আগে তো বলোনি। এখন থেকে আমাকে না জানিয়ে কখনো কিছু করবে না। মনে থাকে যেন’- এ কথা বললেন তো আপনি আপনার প্রেমিকা হারালেন।
৮. ‘আমরা বিয়ের এক বছর পরই বাচ্চা নিয়ে নেব। বেশি দেরি করব না’ – এ ধরনের কথা প্রেমিকারা একদমই পছন্দ করে না।
৯. ভুলেও প্রেমিকার অতীত সম্বন্ধে বারবার জানতে চাইবেন না। যদি আপনি সব জেনে থাকেন তো ভালো, না জেনে থাকলে আগ্রহবশত জানতে চাইবেন না।
১০. ‘দেখি তোমার ফোনটা। তোমার কললিস্ট এত বড় কেন? এত কাকে ফোন কর?’- এ ধরনের কথার পর আপনাদের সম্পর্ক টিকবে কি না সন্দেহ আছে।