Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬ যুক্তরাষ্ট্রের মেরিন সেনা বাহিনীর একটি কুকুর বিস্ফোরকের গন্ধ শনাক্ত করে রক্ষা করেছে হাজারও সেনার জীবন। এই বীরোচিত কর্মের স্বীকৃতি হিসেবে প্রাণীটিকে দেওয়া হয়েছে পুরস্কার।
এনডিটিভি বলছে, লুক্কা নামের ১২ বছর বয়সী জার্মান শেপার্ড প্রজাতির কুকুরটিকে যুদ্ধক্ষেত্রে প্রাণীদের সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রবর্তিত ‘ডিকেন মেডাল’ দেওয়া হয়েছে।
বীরত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া ‘ভিক্টোরিয়া ক্রস’র সমতুল্য প্রাণীদের এই ‘ডিকেন মেডাল’।
মার্কিন মেরিনের প্রথম কুকুর হিসেবে জার্মান শেপার্ড লুক্কা এই পদক অর্জন করেছে।
যৌথ বাহিনীর হাজার হাজার সেনার জীবন রক্ষার লক্ষ্যে কাজ করেছে লুক্কা। মাদি এই কুকুরটির টহল দেওয়া অবস্থায় কোনো সেনা কখনো হতাহত হয়নি।
শেষবার আফগানিস্তানে টহল দেওয়ার সময় লুক্কা ১৩.৬ কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে ঘরে তৈরি একটি বোমার সন্ধান পায়। এরপর দ্বিতীয় বোমার সন্ধান চালানোর সময় সেটি বিস্ফোরিত হয়। এতে লুক্কা একটি পা হারালেও প্রাণে বেঁচে যায়।
লন্ডনে মঙ্গলবার পদক গ্রহণের সময় লুক্কার তত্ত্বাবধানকারী কামানচালক সার্জেন্ট ক্রিস্টোফার উইলিংহাম পাশে ছিলেন।