Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: যুক্তরাজ্যের সরকারি তহবিলে পরিচালিত প্রথম হিন্দু স্কুলটি অবশেষে নিজেদের একটি ভবন পেতে যাচ্ছে। অবন্তী হাউজ নামের এই মাধ্যমিক স্কুলটিকে লন্ডনের হ্যারোয় একটি স্থায়ী ভবন নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। এই স্কুলের উদ্যোগ চারবছর আগে শুরু হলেও, এতদিন অস্থায়ীভাবে বিভিন্ন ভবন ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছিল। তবে এখন থেকে নিজেদের একটি স্থায়ী ঠিকানা পাচ্ছে স্কুলটি। সেখানে গিয়ে বিবিসির সংবা“াতা দেখতে পান, একটি ক্লাসে শিক্ষার্থীদের সংস্কৃত শেখানো হচ্ছে।
শিক্ষক জয় লক্ষণ বলছেন, আমি দেখতে পাই, এখনকার শিশুরা তাদের বিশাল ঐতিহ্য সম্পর্কে জানে না। সংস্কৃত শেখার সুযোগের মাধ্যমে তারা বুঝতে পারছে, তারা কে এবং কোথায় থেকে এসেছে। তার এই মতের সঙ্গে একমত ১৫ বছরের অদিতি। সে বলছে, এর মাধ্যমে শুধুমাত্র একটি ভাষাই শেখা হচ্ছে না। এটি সংস্কৃতি, ধর্ম এবং আরো অনেক কিছু শেখাচ্ছে, যা আসলে খুবই উপকারী। যুক্তরাজ্যে সংস্কৃত ভাষা শেখার অভিজ্ঞতা এখানে অনেকের কাছে একেবারেই নতুন। আর সেটাই শেখাতে যাচ্ছে অবন্তী স্কুল।
চারবছর ধরে অনিশ্চয়তায় থাকার পরে অবশেষে তারা হ্যারোতে একটি স্থায়ী ভবন নির্মাণের অনুমতি পেয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক মার্ক বেনিসন বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে লন্ডনে একটি হিন্দু ধর্মের স্কুলের চাহিদা খুব বাড়ছে। আসছে সেপ্টেম্বরের নতুন বছরে আমাদের আসনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে গেছে। অনুজা গুপ্তার ১৩ বছরের মেয়েটি এই স্কুলের একজন শিক্ষার্থী। নিজের মেয়েকে এই বিশেষ স্কুলে ভর্তির কারণ হিসাবে মিসেস গুপ্তা বলছেন, এখানে তারা শুধুমাত্র প্রচলিত শিক্ষা পায় না, এখানে তারা শেখে কিভাবে জীবন পরিচালিত করা উচিত, কিভাবে তাদের বড়দের সঙ্গে, ছোটদের সঙ্গে ব্যবহার করা উচিত।
ধতবে এই স্কুলটির বিরুদ্ধে একটি অভিযোগ আছে যে, এটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে। তবে স্কুলের কর্তৃপক্ষ বলছে, যদিও হিন্দু স্কুল হিসাবে পরিচিতি রয়েছে, তবে তারা সব ধর্মের মানুষকেই স্কুলটিতে অর্ন্তুভুক্ত করতে আগ্রহী। কারণ তাহলে শিক্ষার্থীরা একটি মিশ্র সংস্কৃতির স্বাদ পাবে। তারই উদাহরণ হিসাবে যেন এখানে ভর্তি হয়েছে ১৫ বছরের মুসলমান ছাত্র আমর। এখানে পড়াশোনা করতে এসে যদিও তার ধর্মের সঙ্গে কোন বিরোধ হচ্ছে না, শুধুমাত্র স্কুলটির নিরামিষ খাবার খেতেই তার যা একটু সমস্যা হচ্ছে।