খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: কারো প্রেমে পড়লে বা প্রিয়জনের মুখোমুখি হলে সবার মনেই এক বিশেষ অনুভূতির সৃষ্টি হয়। ভেতরে হাজারো প্রজাপতির ওড়াউড়ি বা হৃদযন্ত্রের স্পন্দন মিস করার মতো ঘটনা প্রায় সবার জীবনেই ঘটেছে। কেউ কারো প্রেমে পাগল হয়ে গেছেন- এমনটা বোঝার কিছু লক্ষণ রয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমনই ৭টি লক্ষণের কথা।
১. নতুন সঙ্গী স্মার্টফোন : কারো মেসেজ বা ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে থাকেন। একটু পর পর ফোন দেখতে মন চায়। আবার ওই প্রান্ত থেকে একটি মেসেজ বা ফোন আসলেই উদ্ভাসিত হয়ে ওঠে আপনার মন। এভাবে স্মার্টফোন আপনার নতুন সঙ্গী হয়ে উঠেছে। এটা কারো প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়লেই ঘটে।
২. গালে রক্তিম আভা : প্রায়ই ভালো লাগার অনুভূতি নিয়্ন্ত্রণে রাখতে পারেন না আপনি। প্রিয় মানুষটির কথা মনে হলেই গালে লাল আভা দেখা যায়। এ ঘটনা চাপা দিতে পারেন না আপনি। আর প্রিয়জনের উপস্থিতিতে এমনটা ঘটতেই থাকে। এর অর্থ আপনি তার প্রেমে পাগল হয়ে রয়েছেন।
৩. সাজ-পোশাকে বাড়তি সময় : হয়তো এমনিতেই আপনি পোশাক নির্বাচনে সাবধানী। আবার মেকআপ করতেও যথেষ্ট সময় নেন। কিন্তু এবার সময় আরো বেশি ব্যয় হচ্ছে। কোন পোশাকটি পরবেন এবং সাজসজ্জা ঠিক করতে আগের চেয়ে অনেক বেশি সময় লেগে যাচ্ছে।
৪. সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ : আগে এমনটা ছিলেন না। কিন্তু এখন যাকে ভালো লেগেছে তার অতি সূক্ষ্ম বিষয়গুলো আপনার কাছে অনেক গুরুত্ব পায়। হতে পারে তা অদ্ভুত এবং বিদঘুটে। কিন্তু আপনার কাছে তা মজার এবং জরুরি। এসব বিষয় নিয়ে মাথা ঘামান আপনি। এতে মনে গেঁথে রাখেন।
৫. চিহ্নের প্রতি দুর্বলতা : এখন প্রায়ই নিজের অজান্তে কাগজে বা ভেজা জানালায় হৃদয়ের ছবি আঁকেন আপনি। এ ছাড়া অন্যান্য ছোটখাটো চিহ্ন বা অঙ্গভঙ্গি যা ভালোবাসা প্রকাশ করে, তার চর্চা চালান। এগুলো চরম ভালোবাসার লক্ষণ।
৬. পুরনো মেসেজ আবারো পড়া : হয়তো বোকার মতো দেখায়। কিন্তু প্রেমে পাগল হয়ে গেলে পুরনো মেসেজগুলো বার বার পড়তে অনেক ভালো লাগে। কিন্তু প্রিয়জনের পাঠানো মেসেজগুলো যেন নতুন ও প্রাণবন্ত হয়ে ওঠে। তাই মাঝে মাঝেই তার পুরনো মেসেজে হারিয়ে যান আপনি।
৭. নাম শুনতেই ভালো লাগে : যার প্রেমে পাগল হয়েছেন তার নাম শুনলেই আপনার মনটা আনন্দে ভরে যায়। যত ব্যস্তই থাকুন না কেন, নামটা কানে আসলেই শান্তি অনুভব করেন। মনটা খারাপ থাকলে ওই একটি নামেই সব দূর হয়ে যায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া