Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : আজ থেকে শুরু করে ২৯ মে গিয়ে শেষ হবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসর। সেখানে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
তবে, এবারের আইপিএল শেষ না করেই দেশে ফিরে আসতে হবে এই দুই ক্রিকেটারকে। অন্তত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে তেমনটাই মনে হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আগ্রহী। আর সেটা তারা চায় মে মাসে। আর যদি দুইয়ে দুইয়ে চার মিলে যায়, তাহলে আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে সাকিব ও মুস্তাফিজকে।
বোর্ড এখন অবধি ওয়েস্ট ইন্ডিজের দেয়া প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে। শুধু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বোর্ড রোববার কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে।
সভাপতি বলেন, ‘বোর্ডে রোববার আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। যদি সিরিজ হয়, সেক্ষেত্রেও আমাদের সাকিব আর মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরে আনতে হবে। আর যদি ওরা (ওয়েস্ট ইন্ডিজ) আইপিএলের পর সিরিজ চায় তাহলে আমাদের নতুন কোন স্লট চিন্তা করতে হবে।’
সর্বশেষ ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্ট খেলেছিল বাংলাদেশ। বলাই বাহুল্য, দু’টেস্টেই যাচ্ছেতাই পরাজয় বরণ করতে হয় মুশফিকুর রহিমের দলকে। তবে, বোর্ড শুধু টেস্ট নয়, সীমিত ওভারের ক্রিকেটেও আগ্রহী।
সভাপতি বলেন, ‘আমরা ওদের কাছ থেকে শুধু টেস্ট খেলার প্রস্তাব পেয়েছি। তবে, আমরা অন্যান্য ফরম্যাট নিয়েও ভাবছি। গত দুই-তিন মাস আমাদের মনোযোগ ছিল শুধু টি-টোয়েন্টি নিয়ে। এবার আমাদের পূর্ণ মনোযোগ থাকবে টেস্ট আর ওয়ানডের দিকে।’