খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়া দিল্লিসহ, পাকিস্তানের বেশ কিছু অঞ্চল। রবিবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলা হলেও পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায় এর মাত্রা ৬ দশমিক ৬। আফগানিস্তানের আসকাসাম থেকে ৩৯ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার রাজধানী পেশাওয়ার থেকে যা ২৪৮ কিলোমিটার উত্তরে। এতে দিল্লি-কাশ্মীর এবং উত্তরখণ্ডে মৃদু কম্পন অনুভূত হয়েছে।