Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: আইপিএল খেলতে ভারতে গেলেও আসছে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম।
বিসিবির অনুমতি নিয়েই আইপিএলে গিয়েছেন সাকিব ও মুস্তাফিজ। যেহেতু এই সময়ে জাতীয় দলের ম্যাচ নেই, অনাপত্তিপত্র পেয়েছেন তারা আইপিএলের পুরো মৌসুম খেলার জন্যই। প্রিমিয়ার লিগও একই সময়ে হবে বলে শুরুতে শোনা যাচ্ছিল, এই দুজনকে রাখা হবে না ড্রাফটে। কিন্তু শনিবার সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) সভায় সিদ্ধান্ত হয় দুজনকেই তালিকায় রাখার।
সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানালেন বিসিবি ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম।
“নিয়মের খাতিরেই ওদেরকে তালিকায় রাখা হয়েছে। যদিও তাদেরকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। কোনো ক্লাব যদি ওদেরকে নিতে চায় তবে ওদের ওই গ্রেডেই নিতে হবে।”
ড্রাফটে আইকন গ্রেডে রাখা হয়েছে সাকিবকে, এ প্লাস গ্রেডে মুস্তাফিজকে। কোনো ক্লাব শেষ পর্যন্ত তাদের নিলে চুক্তির ধরন কেমন হবে, পারিশ্রমিক ম্যাচ ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হবে কিনা, এসব চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, জানালেন মাহবুব আনাম।
রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। দেশের একমাত্র ‘লিস্ট এ’ একদিনের ম্যাচের এই টুর্নামেন্ট শুরু ২২ এপ্রিল থেকে।