খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: টি২০ বিশ্বকাপ মিশন শেষ করে গত ২৭ মার্চ বাংলাদেশ দল দেশে ফিরে এসেছে। এরপর জাতীয় দলের ক্রিকেটাররা আছেন ছুটিতে। তবে আর কদিন পরই মাঠে নামতে হবে সবার। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এ লিগকে সামনে রেখে গত রোববার প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে হয়েছে ক্রিকেটারদের দলবদল।
গত আসরে ঢাকা ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবার খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ঢাকা লিগের জন্য মাহমুদুল্লাহকে ছাড়া বেশকিছু তরুণ এবং উদীয়মান ক্রিকেটারদের দলে টেনেছে শেখ জামাল। তাই আসন্ন ডিপিএলে ভালো খেলার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিয়ে ভালো কিছু উপহার দেয়ার জন্য তৈরি হচ্ছেন বলে জানান রিয়াদ।
ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ শিরোপা জয়ী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গত রোববার প্লেয়ার্স ড্রাফটে সবার আগে বেছে নেয়া হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই শুরু করেছেন মাঠের অনুশীলন। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাহমুদুল্লাহ।
শেষ বছর চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপ থেকে শুরু করে আপনার যে পারফরম্যান্স এটা কি নিশ্চিত ছিল আইকনের প্রথম কল হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে ঢাকা হবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে এমনটা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু ভালো লাগছে যে প্রথম কলটা আমার হয়েছে। তাই শেখ জামালকে ধন্যবাদ।’
দল হিসেবে শেখ জামাল এবারের লিগে কেমন করবে? এমন প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, ‘শেখ জামাল সম্পূর্ণই তরুণ একটি দল। এখানে সবার ভাল করার সুযোগ আছে। তাই এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তরুণ প্লেয়ারদের নিয়ে খেলতেও আমার ভাল লাগে। কারণ তারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে।’
শেখ জামালে এবার সিনিয়র ও জুনিয়র বেশকিছু ভালোমানের খেলোয়াড় আছে। তাই এমন একটা দলের কাছে আপনার চাওয়া কেমন থাকবে। এ বিষয়ে রিয়াদ বলেন, ‘শেখ জামাল তারুণ্য নির্ভর দল। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আছে কিছু। আবার অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন। মার্শাল (আইয়ুব) আছে, আমি আছি, শফিউল (ইসলাম) আছে। স্পিন আক্রমণটা ভালো; গাজী (সোহাগ) ও সানি (আরাফাত) আছে। তবে ক্রিকেট তো নামে হয় না। অনুশীলনে যত কষ্ট করব, সেটার প্রতিফলন হয়ত মাঠে পড়বে।
গত বছর প্রাইম ব্যাংকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। মাঝারি মানের দল নিয়ে বিপিএলের ফাইনালে তুলেছিলেন বরিশালকে। তাই এবার নতুন চ্যালেঞ্জ।
এ বিষয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি সব সময় চ্যালেঞ্জ পছন্দ করি। চেষ্টা করব, শেখ জামালকেও ভালো একটা জায়গায় নিয়ে যেতে। আগামীকাল (বুধবার) থেকেই আমরা অনুশীলন শুরু করব। প্রিমিয়ার লিগে সাধারণত এত আগে থেকে হয় না, আমাদের জন্য তাই এটি দারুণ ব্যাপার। এটা দরকার ছিল। জাতীয় দলের আমরা বিশ্রাম কাটিয়ে ফিরছি, ঘরোয়া লিগের ক্রিকেটাররাও বিশ্রামে ছিল। প্রশিক্ষণ ক্যাম্পটা একটু আগে থেকে করায় তাই ভালো হবে আমাদের জন্য।’
গত দুটি মৌসুম ধরে প্রাইম ব্যাংকে খেলেছেন। আর ওই দলের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে ভালোরকমের বোঝাপড়াটাও আছে মাহমুদুল্লাহর। কিন্তু এবার সম্পূর্ণ নতুন ঘরানার মধ্যে খেলতে হবে ডানহাতি এই ব্যাটসম্যানকে।
এ বিষয়ে রিয়াদ বলেন, ‘শেখ জামালও বড় ক্লাব, বড় দল। নতুন অভিজ্ঞতা হবে। নতুন কিছু মানেই সুযোগ। আমিও এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। সব দলে খেলার অভিজ্ঞতা হওয়ার উচিত। অবশ্যই প্রাইম ব্যাংক খুব ভালো ছিল আমার জন্য। ওখানে যে সাপোর্ট ছিল বা ম্যানেজমেন্ট যে কমফোর্ট লেভেল দিয়েছে, আশা করি নতুন দলেও সে রকম বা আরও ভালো কিছু পাব। এখানেও একটা কমফোর্ট জোন সৃষ্টি করতে পারব। চেষ্টা করবো নিজের সেরাটা দেয়ার জন্য। যাতে দলকে ভালো কিছু শেষ পর্যন্ত দিতে পারি।’