Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: চলতি বছর অ্যাপল ওয়াচ-এর বিক্রি ২৫ শতাংশ কমে যাবে। পরিধানযোগ্য ডিভাইসের বাজারের অবস্থা ভালো না হওয়ায় আর ডিভাইসটির নিজস্ব ‘কিলার অ্যাপ’-এর অভাব থাকায় এমনটা ঘটবে বলে আশংকা প্রকাশ করেছে কেজিআই সিকিউরিটিজ।
‘কিলার অ্যাপ’ বলতে এমন মৌলিক অ্যাপগুলোকে বোঝায়, যেগুলোর কোনো একটির জন্যই কোনো গ্রাহক ওই ডিভাইস কিনতে আগ্রহী হবে।
এক প্রতিবেদনে নাইন টু ফাইভ ম্যাক জানিয়েছে, কেজিআই সিকিউরিটিজ-এর হিসাবে ২০১৫ সালে মোট অ্যাপল ওয়াচ বিক্রির সংখ্যা ১ কোটি ৬০ লাখ। চলতি বছর এ সংখ্যা সাড়ে ৭০ লাখেরও নিচে থাকবে বলে আশঙ্কা তাদের।
ঐ ওয়েবসাইটের ভাষ্যমতে, বাজার বিশ্লেষক মিং-চি কুও বলেন, “পরিধানযোগ্য ডিভাইসের বাজার এখনও ভাসমান, বৈশিষ্ট্যগত দিক থেকে এটি এখনও পরিপক্ক হয়নি।” অনেক জটিল বিষয়ে এর এখনও উন্নতি প্রয়োজন বলেও ভাষ্য তার।
ব্যাটারির আয়ু সীমিত হওয়ায় আর কার্যকারীতায় আইফোনের উপর নির্ভরশীল হওয়ার কারণে এর চাহিদা কম বলেও মত দিয়েছেন তিনি, জানিয়েছে ব্লুমবার্গ।
ওই প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর তৃতীয় প্রান্তিকে পরবর্তী অ্যাপল ওয়াচের উৎপাদন শুরু হবে আর এই মডেলটি বিক্রি হবে আইফোন ৭ এর সঙ্গে। ২০১৭ সালে অ্যাপল ওয়াচ-এর নতুন ডিজাইন আনা হলে এর চাহিদা বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে এতে।