খোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: ঢাকার অদূরে আশুলিয়ায় একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নয়ারহাট ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের নাম শামীম হোসেন (২৭) ও সজল (২৮)। নিহত সজল আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সোহরাব হোসেনের ছেলে।
তিনি গ্যাস নিতে থাকা প্রাইভেটকারটির মালিক। তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন। আর নিহত শামীম হোসেন মানিকগঞ্জ সদরের বেওতা গ্রামের আব্দুল খালেকের ছেলে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কারটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এর যন্ত্রাংশ উড়ে যায় এবং পাম্পের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি প্রাইভেটকার ডেলটা সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় হঠাৎ প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় গাড়িতে গ্যাস দিতে থাকা ডেলটা পাম্পের অপারেটর শামীম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো পাঁচজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর আহত সজলের অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে সজলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।