খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: রাজধানীতে পল্লবী থানা-পুলিশের হেফাজতে ইশতিয়াক হোসেন ওরফে জনির মৃত্যুর অভিযোগে হওয়া মামলায় ওই থানার তিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। আদালত আগামী ১৬ মে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
ওই পাঁচ আসামি হলেন পল্লবী থানার সাবেক উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুজ্জামান মিন্টু, এএসআই রাশিদুল ইসলাম এবং পুলিশের সোর্স সুমন ও রাসেল। তাঁদের মধ্যে জাহিদুর কারাগারে। রাসেল পলাতক। বাকি তিনজন জামিনে আছেন।
২০১৪ সালের ৯ ফেব্র“য়ারি পল্লবী এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ইশতিয়াক হোসেনকে আটক করে পল্লবী থানায় নিয়ে যান পল্লবী থানার তৎকালীন এসআই জাহিদুরসহ কয়েকজন। তাঁদের নির্যাতনে ইশতিয়াক মারা যান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ইমতিয়াজ হোসেন আদালতে নালিশি মামলা করেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে ওই পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। আজ আদালত তাঁদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিচার শুরুর আদেশ ও দিন ধার্য করার বিষয়টি নিশ্চিত করেন।