খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: প্রবীন সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার দুপুরে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পদক আলহাজ্ব মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পদক হাছান তৌফিক রিহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পদক মাজারুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুগ্ম আহবায়ক কবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন, কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পদাক আবদুল কাদের সেলিম। তারা প্রবীন সাংবাদিক শফিক রেহমানকে মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান।