Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, দুর্নীতি করব না কাউকে করতে দেবনা কেউ করলে তাকে চিহ্নিত করে সমাজ থেকে বয়কট করব।
আজ রবিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঘুষ খেলেই শুধু দুর্নীতি হয় তা নয়, অফিসের নিজ নিজ দায়িত্ব পালন না করে ফাঁকি দিলে সেটিও দূর্নীতি।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুদক কমিশনার বলেন, লেখাপড়া শেষ করে তোমরা যখন কর্ম জীবনে প্রবেশ করবে কেউ দুর্নীতি করবে না। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের রাষ্ট্র পরিচালনা করবে দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।
পরে আদালত সড়কে মানববন্ধন শেষে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান দুদক কমিশনার।
এর পর একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ সভাপতি ম.ম. শফিউল্লাহর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক জহিরুল হুদা, জেলা শিক্ষা অফিসার নরেশ চন্দ্র দাস, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন সিকদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, অধ্যাপক মলয় কান্তি নন্দী, সাবেক ভিপি শাহজালাল মুকুল, মারুফ সামদানী প্রমুখ।