Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এখন থেকে দর্শনার্থীরা ৩০০ টাকার টিকেট কিনে সহজেই বিমানবন্দরের টার্মিনালের ভেতরে প্রবেশ করতে পারবেন। আজ রবিবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে এয়ারপোর্টের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এর আগে ২০১৫ সালের ২৬ অক্টোবর বিমান ছিনতাইয়ের আশঙ্কায় হযরত শাহ্জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়। সেই দিন সকাল ১০টা থেকেই বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার কনকর সেলে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।