Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: ভলফসবুর্গের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হারের পর ফিরতি লেগে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে যান।
এরপর লা লিগায় গেটাফের বিপক্ষেও ছন্দে ছিলেন পর্তুগিজ অধিনায়ক। সম্প্রতি শীর্ষে থাকা বার্সেলোনা জয়ে না থাকায় লা লিগার শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাই এ সময়ে দলের সবচেয়ে বড় তারকা রোনালদোকে কোনো বিশ্রামে না রাখার কথা জানিছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

শনিবার গেটাফের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল। এ জয়ে বার্সেলোনার ওপর কিছুটা চাপ প্রয়োগ করতে পেরেছে দলটি। মৌসুমের শেষপ্রান্তে প্রতিটি ম্যাচই এখন দলের শিরোপার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই অন্যদের বেলায় ছাড় হলেও ফর্মে থাকা রোনালদোকে বসিয়ে রেখে কোনো ঝুঁকি নিতে চাইছেন না বলে জানিয়েছেন জিদান।
গেটাফের বিপক্ষে ম্যাচ শেষে জিদান বলেন, ‘আমরা করিম (বেনজেমা) এবং গ্যারেথকে (বেল) বসিয়ে রাখতে পারি কিন্তু রোনালদোকে নয়। গেটাফের বিপক্ষেও সে খুব ভালো খেলছিল এবং আমি তাকে বসিয়ে রাখার কোনো কারণ দেখছিলাম না। দলের পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট। কেননা এটা খুব সহজ ছিল না। দলের গুরুত্বপূর্ণ সময়ে সুযোগ পেয়ে তারা বেশ ভালোই কাজে লাগিয়েছে।’