Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: যে লেখা পড়তে ঘৃণা হয়, লজ্জা হয় তা মুক্ত চিন্তা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার কৃষিবিদ ইনস্টিটিউট মুজিবনগর দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি এ সময় বলেন, সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। কোনো ধর্মের প্রতি আঘাত করার সহ্য করা হবে না।
এমন ব্যক্তিদের হত্যা করার অধিকার কারো নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের শাস্তি দেবেন আল্লাহ তায়ালা। আপনি কত বড় হয়ে গেছেন যে আল্লাহ তায়ালার কাজ নিজ হাতে নিয়ে নিচ্ছেন।
এ সময় চিকিৎসা, ইন্টারনেটসহ অন্যান্য ক্ষেত্রে সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। একটা মানুষও যেন গৃহহীন না থাকে তার জন্যও কাজ করছি আমরা। আজ বাঙালি বিশ্বে মাথা উচু করে চলে। আশা করছি আর বাঙালিকে মাথা নিচু করে চলতে হবে না।