খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: ঢাকার উত্তরখানে দেড় বছর বয়সী এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে; গলায় ক্ষত নিয়ে তার মা ভর্তি হয়েছেন হাসপাতালে।
পুলিশ বলছে, ছেলে নেহাল সাদিককে হত্যার পর মা মুক্তি বেগম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তারা সন্দেহ করছেন।
মুক্তির স্বামী মো. সামাদ উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসা উত্তরখানের মাস্টার পাড়া এলাকায়।
উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, সোমবার রাত ১২টার দিকে সামাদ থানায় খবর দেন।
“তিনি বলেন, অফিস থেকে বাসায় ফিরে স্ত্রী ও ছেলেকে তিনি বিছানায় রক্তাক্ত অবস্থায় পেয়েছেন। নেহালের পেটে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। মুক্তির গলায় কাটা জখম রয়েছে।”
পরে পুলিশ ওই বাসায় গিয়ে নেহালের লাশ উদ্ধার করে এবং মুক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে সময় মুক্তির চেতনা ছিল বলে জানান ওসি।
তিনি বলেন, “সব কিছু দেখে মনে হচ্ছে, মুক্তি পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে ওই অস্ত্রটি সেখানে পাওয়া যায়নি।”
শিশুটির বাবা এ ঘটনায় জড়িত কি না- এমন প্রশ্নে ওসি বলেন, “প্রাথমিক তদন্তে তা মনে হচ্ছে না। তবে আমরা সব বিষয় খতিয়ে দেখছি।”