Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: ২৬ রানে ২ উইকেট তুলে নিয়ে আইপিএল অভিষেকটা রাঙিয়েও নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও উজ্জ্বল আলো ছড়িয়েছেন বাংলাদেশি পেসার। তবে দলীয় পারফরম্যান্সে ছিলেন পুরোপুরি ব্যর্থ। তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ যে পাচ্ছিল না জয়ের দেখা! অবশেষে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে পেয়েছে প্রথম জয়। মুম্বাইয়ের ২০ ওভারে ৬ উইকেটে করা ১৪২ রান ৩ উইকেট হারিয়ে টপকে যায় হায়দরাবাদ। বোলিংয়ে আগের দুই ম্যাচের তুলনায় খুব একটা সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। উইকেট পেয়েছেন একটি, তবে ৪ ওভারে খরচ করেছেন ৩২ রান।

অবশ্য রান খরচের পেছনে সতীর্থদের মিস ফিল্ডিংও অনেকটা দায়ী। প্রথম ওভারে দিলেন ৯ রান, যেখানে একটা বাউন্ডারি হয়েছে ফিল্ডারের ব্যর্থতায়। দ্বিতীয় ওভারে দেওয়া ১৩ রানেও আছে ফিল্ডিংয়ের দুর্বলতা। তবে তৃতীয় ওভারে ঘুরে দাঁড়িয়ে দিয়েছিলেন মাত্র ৪ রান। আর নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দিয়ে তুলে নেন হার্দিক পাণ্ডের উইকেটটি। প্রথম ম্যাচে মুস্তাফিজ আউট করেছিলেন এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে। পরের ম্যাচে কলকাতার বিপক্ষে আন্দ্রে রাসেলকে ইয়র্কারে ভূপাতিত করে ‘কাটার’ জাদু দেখান আরেকবার। যে আউটটিকে চলতি আইপিএলে ‘সেরা উইকেট’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় উইকেট উৎসব করেছেন গতকালও।
সেই উৎসবটা আরো রঙিন হয়েছে দলের জয়ে। আম্বাতি রাইডু (৫৪) ও কুনাল পান্ডে (৪৯*) ছাড়া মুম্বাইয়ের আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে। ১৪২ রানের বেশি তাই করতে পারেনি রোহিত শর্মার দল। জবাবে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৫৯ বলে হার না মানা ৯০ রানের ইনিংসটির ওপর ভর দিয়ে ১৫ বল আগেই জয় নিশ্চিত করে হায়দরাবাদ। ক্রিকইনফো