খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: তুই আমার রানী’ ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
‘তুই আমার রানী’ নামে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন নায়িকা মিষ্টি জান্নাত। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহম্মেদ ও কলকাতার পীযূষ সাহা। ছবির কাহিনী লিখেছেন পীযূষ সাহা নিজেই। মিষ্টির বিপরীতে এ ছবিতে অভিনয় করবেন টালিউড অভিনেতা সূর্য।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে এ বিষয়ে মিষ্টি বলেন, ‘আগামীকাল আমি ছবির শুটিংয়ের জন্য ভারতে যাচ্ছি। এ মাসের ২২ তারিখ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা ৯ মে পর্যন্ত টানা ছবির শুটিং করব। এর পর ছোট একটা বিরতি নিয়ে ২৫ মে থেকে বাংলাদেশে শুটিং করব। এই শুটিং চলবে ১ জুন পর্যন্ত। আমি অনেক বেশি এক্সাইটেড। আপনারা দোয়া করবেন।’
ছবির শুটিং ছাড়াও নিজের অন্য ছবির খবরও জানাতে ভোলেননি মিষ্টি, “ভারতের রামুজি ফিল্ম সিটিতে আমরা শুটিং শুরু করব। আরো বেশ কিছু লোকেশনে কাজ করার কথা রয়েছে। এ ছাড়া আমি গত বছর সোহমের সঙ্গে ‘আমার প্রেম তুমি’ নামে একটি ছবিতে কাজ করেছি। ছবির শুটিং প্রায় শেষ। ‘নকশীকাঁথার খোঁজে’ নামে আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।”
ছবির গল্প এমন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো হরিদেবপুরের সমাজহিতেষী নেতা রাজা। সমাজসেবার পাশাপাশি হঠাৎ যে কারো প্রেমে পড়ার অভ্যাস তার। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শিবরামের সঙ্গে তার সব সময়ই দা-কুমড়া সম্পর্ক। সেই শিবরামেরই মেয়ে শ্রেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাজা।
মিষ্টি-সূর্য ছাড়াও ‘তুই আমার রানী’ ছবিতে থাকছেন আবু হেনা রনি, সজল, রেবেকা রউফ, রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন।
প্রীতমের সংগীতায়োজনে গানগুলোতে কণ্ঠ দেবেন শান, অরিজিৎ সিং, আসিফ আকবর, পুলক, জুবিন গার্গ প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্ট