খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: স্প্যানিশ ফুটবল কদিন আগে ছিল বার্সেলোনার টানা অপরাজিত থাকার রেকর্ডের আলোচনা। হঠাৎ করেই পাশা উল্টাতে শুরু করে। টানা হারে এখন লিগ শিরোপা ধরে রাখা নিয়ে দুশ্চিন্তায় কাতালানরা। আলোচনায় ‘ফ্লপ’ নেইমারও। যা করতে চান কিছুই হচ্ছে না। ব্রাজিল অধিনায়ক টানা ৫ ম্যাচে গোল পাননি।
তবে ফর্ম হারিয়ে বসা ২৩ বছরের নেইমার পাশে পেলেন বার্সেলোনা লিজেন্ড কার্লোস পুয়োলকে। পুয়োল বলছেন, সময় একরকম যায় না। টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে হারতে শুরু করেছে বার্সেলোনা। শেষ ৬ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। সেটি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা। লিগের শেষ তিন ম্যাচে তারা হেরেছে রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও দুর্বল ভ্যালেন্সিয়ার কাছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের বিদায় করে দিয়েছে আতলেতিকো।
গোলমুখে খুব ঝামেলায় আছেন নেইমার। গোল পাচ্ছেন না। পড়তি ফর্মের কারণে সমর্থকরা তাকে নিয়ে দুশ্চিন্তায়। দুর্ভাবনায় দলও। তবে বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় সাবেক অধিনায়ক পুয়োল বলছেন, “সবসময় সর্বোচ্চ পর্যায়ে থাকা যায় না। নেইমার এখনো তরুণ। খুব পেশাদারও। এটা মেনে নিতে হবে যে সব সময় চোখ কাড়া পারফরম্যান্স সে করতে পারবে না।”
তবে নেইমার ফিরবেন চেনা চেহারায় এই আশার কথাও বলে গেলেন পুয়োল, “সে আবার দারুণ পারফরম্যান্স দেখাবে। একটা খারাপ খেলাও নেইমারের কারণে ভালো হয়ে যেতে পারে। কারণ এখনো দেখার মতো খেলে সে।” বার্সেলোনা এখনো লিগ টেবিলের শীর্ষে। তাদের সমান পয়েন্ট আতলেতিকোরও। তবে বার্সা গোল ব্যবধানে এগিয়ে। তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সবার ম্যাচ বাকি ৫টি করে। লিগ শিরোপার লড়াই বার্সার সাম্প্রতিক ব্যর্থতায় শেষ দিকে এসে জমে উঠেছে বেশ।