খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : পুরান ঢাকায় মসজিদের ভিতর মুয়াজ্জিন খুনে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে এই হত্যাকাণ্ডের ‘পরিকল্পনাকারী’ রয়েছে বলে পুলিশ বলছে।
মহানগর পুলিশের কোতোয়ালির সহকারী কমিশনার শাহেনশাহ বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, “মঙ্গলবার ভোররাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুয়াজ্জিন হত্যাকাণ্ডে জড়িত চারজনকে ধরা হয়েছে। তাদের মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী রয়েছে।”
আটকদের নাম-ঠিকানা প্রকাশ করেননি শাহেনশাহ। বেলা ১২টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।
গত ৪ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুরের ঝব্বু খানম জামে মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের (৫৭) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
বিল্লাল গত বিশ বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি মানিকগঞ্জে।
মধ্যরাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে সে সময় জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।