খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একই দলে খেলছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। খেললে কি হবে, ইংরেজি না পারায় যোগাযোগে সমস্যা হয় মুস্তাফিজের।
তাই সমাধানে এগিয়ে আসলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার নিজেই। তিনি নাকি বাংলা শেখা শুরু করেছেন! সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের একাউন্টে এই কথা জানালেন অজি ক্রিকেটার। লিখেছেন, ‘ফিজের(মুস্তাফিজ) জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করছি। বাংলা বলার জন্য শিখছিৃহাহা। শিখলাম, তোরা তোরা।’
জাতীয় দলের মতো আইপিএলেও নিজের পারফরম্যান্সের প্রমাণ রাখছেন মুস্তাফিজ। তাই প্রশংসাও পাচ্ছেন সবার। তিন ম্যাচে বল হাতে রান দেওয়ার ক্ষেত্রে কৃপণতা দেখানোর সঙ্গে সঙ্গে তুলে নিয়েছেন মোট চার উইকেট। ওয়ার্নার তো একরকম ভক্তই বনে গেছেন বাঁহাতি এই পেসারের। কিন্তু মুস্তাফিজের সমস্যা হলো তিনি ইংরেজি বলতে পারেন না। সেই সমস্যাও কাটিয়ে ওঠা গেছে দোভাষী নিয়োগের মাধ্যমে। তাতে কি, মুস্তাফিজকে বুঝতেই হয়তো নিজে নিজেই বাংলা শেখাটা শুরু করলেন ওয়ার্নার!