Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি খাতে ৩০ হাজার দক্ষ কর্মী গড়তে কাজ শুরু করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। সে লক্ষ্যে এ খাতে তরুণদের আগ্রহী করতে ও তাদের সম্পৃক্ততা বাড়াতে দেশব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের আয়োজন করছে বিসিসি।
উদ্যোগের অংশ হিসেবে দেশের ৬৪ জেলার নির্বাচিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে এ ক্যারিয়ার ক্যাম্প করা হবে। নির্বাচিত বিশ্বদ্যিালয় ও কলেজে আগামী এক বছর ধরে চলবে এ ক্যাম্প।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে দিয়ে এ ক্যারিয়ার ক্যাম্পের যাত্রা শুরু হলো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিসিসির ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স’ (এলআইসিটি) প্রকল্পের আওতায় এই মানবসম্পদ গড়ে তোলা হবে। সে লক্ষ্যে দেশের ৬৪ জেলার বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজগুলোতে তরুণদের তথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং।
প্রশিক্ষণ দিতে ইতিমধ্যে দেশের প্রায় ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এলআইসিটি প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এ ছাড়া প্রকল্পটির সাহায্যে আরো প্রায় ১০ হাজার তরুণ-তরুণীকে আউসোর্সিংয়ের প্রশিক্ষণ, আড়াই হাজার সরকারি কর্মকর্তাকে ই-গভর্মেন্ট প্রশিক্ষণ এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরো প্রায় আড়াই হাজার লোককে তথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রকল্পটির পরিচালক রেজাউল করিম বলেন, প্রকল্পটির মাধ্যমে দেশের তরুণ মেধাবীদের আইসিটি খাতে আগ্রহী এবং পেশা হিসেবে এই খাতে আসতে অনুপ্রেরণা দেবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজগুলোতে গিয়ে প্রথমে একটি সাধারণ পরীক্ষার ব্যবস্থা করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণদের ৩০০ ঘণ্টার একটি প্রশিক্ষণ ও সনদ দেওয়া হবে।
বিসিসির এক কর্মকর্তা জানান, শিক্ষার্থী তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী ও উদ্বুদ্ধ করার জন্য দিনব্যাপী ক্যারিয়ার ক্যাম্পের নানা ইভেন্টকে আন›“ায়ক করে উপস্থাপন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইকন হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ ও প্রেরণা জাগানো বক্তৃতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তরসহ নানা ইভেন্ট নিয়ে প্রতিদিনের ক্যারিয়ার ক্যাম্প পরিচালিত হবে।
ক্যারিয়ার ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলা। শিক্ষার্থীদের সামনে যদি আইটি খাতের সম্ভাবনাগুলো তুলে ধরা যায় এবং তাদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেওয়া যায়, তাহলে তারা শিক্ষাজীবন থেকেই আইটিতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার কথা ভাববে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্যপ্রযুক্তি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল অর্থনীতি প্রতিষ্ঠার দিকে। এজন্য প্রয়োজন তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ। আর দক্ষ মানবসম্পদ তৈরির জন্য দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নেওয়া হয়েছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প চালুর জন্য।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সাল নাগাদ আইসিটি পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ এবং আইটি পেশাজীবীদের সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করার জন্য দেশে আইটি শিল্পের প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার নানা কার্যক্রম গ্রহণ করেছে। দেশে ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে।