খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: ভারতের দমদম বিমানবন্দর থেকে প্রচুর পরিমাণ সেনা উদ্ধার করল পুলিশ। বিমানের যাত্রীদের লাগেজ চেকিং চলাকালীন এক বাংলাদেশির ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা। বে আইনি ভাবে সোনা পাচারের অভিযোগে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। সোনা পাচার চক্রের হদিস জানতে ধৃতকে জেরে করছে পুলিশ।
জানা গিয়েছে, এদিন দুপুরে চিন থেকে একটি বিমান কলকাতা বিমানবন্দরে নামে। বিমান থেকে নামা যাত্রীদের লাগেজ পরীক্ষার সময় এক ব্যক্তির গতিবিধির ওপর সন্দেহ হয় বন্দর কর্মীদের। ওই ব্যক্তির লাগেজ পরীক্ষা করতেই প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হয়। এরপরই পুলিশ ওই বাংলাদেশিকে গ্রেফতার করে।
তবে, তদন্তের স্বার্থে ধৃতের নাম পরিচয় গোপন রেখেছে পুলিশ। আজ শুক্রবার ধৃতকে ব্যাংকশাল আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। সোনা পাচার চক্রের হদিস জানতে ধৃতকে জেরা করছে পুলিশ। সূত্র : কলকাতা ২৪