Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে গিয়ে এখন নালিশের ভাঙা রেকর্ড অবিরাম বাজিয়ে চলছে। কোনো নির্বাচন এলেই বিএনপি শুধু অভিযোগ আর নালিশের ওপর নির্ভর হয়ে পড়ে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বিএনপিই গৌণ ও অকার্যকর করে ফেলছে। আজ শুক্রবার নোয়াখালীর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সেতু মন্ত্রী এ সব কথা বলেন।
সড়ক পরিবহন ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। প্রথম অবস্থায় কিছু ভুলত্রুটি ও টানাপোড়েন থাকবে। এত বড় নির্বাচন মোকাবিলার জন্য প্রশাসনিক, নির্বাচন কমিশন এবং দলীয়ভাবে কিছু সীমাবদ্ধতা থাকবে, থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে প্রথমবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাব। দলীয় প্রতীকে প্রথম দফায় পৌরসভার নির্বাচনে তেমন কোনো অভিযোগ আসেনি এবং সমালোচনামুখর পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ইউনিয়ন পরিষদ বিশাল ক্যানভাস। ৪ হাজার ৫৫৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এর মধ্যে ২৩ এপ্রিলে ৬১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হয়, সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয় সেটা লক্ষ্যে রাখা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে দলীয় নেতাদের বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মনোনয়ন বাণিজ্যের কিছু অভিযোগ তিনি পেয়েছেন। তবে যারা অভিযোগ করেছেন তারা কেউই সুনির্দিষ্ট করে অভিযুক্তের নাম বলতে পারেননি। তারপরও এ নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে। মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। তাঁর নির্দেশে ইতিমধ্যে এসব অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দুইব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রী ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠের উন্নয়নে আগামী দিনে কর্তৃপক্ষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং এ বিদ্যালয়ে সাবেক ছাত্র তাঁর পিতা মরহুম মোশারফ হোসেনের নানান স্মৃতির কথাও তুলে ধরেন।