Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

49খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: পাত্রপক্ষ যৌতুক দাবি করায় কিংবা হবু শ্বশুর বাড়িতে ভালো টয়লেট না থাকায় বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা আমরা শুনেছি। কিন্তু এবার ঘটল আশ্চর্যজনক এক বিয়ে ভাঙার ঘটনা। পাত্র কালো হওয়ায় বিয়ে ভেঙে দিয়েছে পাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের ফতেহাবাদ এলাকার সিকরারা গ্রামে।
দুই বোনের বয়স ১৪ ও ১৬ বছর। আর দুই বোনের জন্য পাত্রের বয়স ছিল যথাক্রমে ২৫ ও ৩০ বছর। তাতেও সমস্য ছিলনা। কিন্তু যখন দেখা গেল পাত্র কালো, বিপত্তি ঘটে গেল এখানেই। বিয়ে ঠিক হওয়ার আগে পাত্রদ্বয়ের চেহারা সম্পর্কে অজানা ছিল দুই বোনের। যখন দেখল পাত্র কালো তখন দুই বোন বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেল।
গ্রাম পরিষদ দুই বোনকে বিয়েতে রাজী করাতে পুলিশ ডাকার হুমকিও দিয়েছে। তবুও তারা রাজী হয়নি।
ওই দুই বোনের মায়ের বরাত দিয়ে ফতেহাবাদ স্টেশন অফিসার বিনয় প্রকাশ জানান, তাদের বাবা এই বিয়েতে সম্মত হয়েছিল। কিন্তু যখন মেয়েরা দেখল পাত্র কালো এবং বয়স বেশি, তখন দুই মেয়ে বিয়েতে রাজী হয়নি।