খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: ক্রিকেটার যুবরাজ সিং-এর বাড়ির গেট চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। পাঁচকুলায় যুবরাজের বাড়ির কাজ চলছে। বাড়ির মেন গেট নতুন করে লাগানোর সময় দুর্ঘটনা ঘটে।
আট বছরের মৃত বাচ্চাটি এক শ্রমিকের ছেলে। গেটটি লাগানোর সময় সেখানে খেলা করছিল সে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভারী লোহার গেট তার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পোস্ট মর্টেমের পর মৃত শিশুর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
পাঁচকুলার এই বাড়িটি যুবরাজ সিং-এর মা শবনম-এর নামে রয়েছে। তবে কাজ চলার সময় যুবরাজ বা তাঁর মা কেউই সেখানে উপস্থিত ছিলেন না। যুবিরা বর্তমানে তাঁদের গুরগাঁওয়ের বাড়িতে রয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও, নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেনি। একে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।