Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
ডিএসইতে আজ ৩১৭ টি কোম্পানির ৮ কোটি ৪৬ লাখ ৩৮ হাজার ৪০৯ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩০৭ কোটি ৫১ লাখ ৪১ হাজার ৮৩১ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি ৪০ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২.১০ পয়েন্ট কমে ৪৩৩৮.২৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৬৩ পয়েন্ট কমে ১৬৬৩.৫২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৪৫ কমে ১০৫৭.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩২ টির, কমেছে ১৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো: এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা, ডরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, কেপিসিএল, এসিআই লিঃ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা ও কেয়া কসমেটিকস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: জাহিন স্পিনিং, সিএমসি কামাল, ঢাকা ডাইং,নরদার্ন জুট, ইস্টল্যান্ড ইন্সুঃ, সিটি ব্যাংক, মিরাকেল ইন্ডা, সোনালী আঁশ, তাল্লু স্পিনিং ও মুন্নু স্টাফলার।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : কেডিএস এক্সসরিজ, সেন্ট্রাল ফার্মা, বীচ্ হ্যাচারী, উত্তরা ফাইন্যান্স, জিল বাংলা, জিকিউ বলপেন, বিএসআরএম লিঃ, আরামিট লিঃ, নিটল ইন্সুঃ ও প্রাইম ইন্সুঃ।