খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দ হল ‘মা’। সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার হল মা। মায়ের ডাকে আমরা সাড়া না দিয়ে পারি না। আবার মায়ের নিকটে শ্রেষ্ঠ উপহার হল তার সন্তান।
একজন মা তার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য নিজের জানের চিন্তা করেন না। সম্প্রতি একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে। যেখানে মায়ের কান্নার শব্দে তার মৃত শিশু জেগে উঠে। ভিডিওটিতে দেখা যায়, একসাথে জন্ম নেয়া দুইজন যমজ শিশুর মাঝে একজন মারা গেছেন বলে ডাক্তার জানিয়েছেন। তখন মা তার মৃত শিশুটিকে কোলে নিয়ে অনেক কান্না করে। মর্মান্তিক এই দৃশ্য দেখে আপনিও এর কষ্ট অনুভব করবেন।
তার কিছুক্ষণ পর মায়ের চোখের পানি সন্তানের শরীরে পরে এবং শিশুটি অনেক জোড়ে কেঁদে উঠে। ডাক্তারেরা এই অলৌকিক ঘটনা দেখে বিস্মিত হয়ে যান। মায়ের ডাকে সাড়া দিতে, মৃত সেই ছোট্ট শিশুটি আবার ফিরে আসল।