খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, গত চার বছরে সীমান্তে ১৪৬ জন বাংলাদেশি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সে দেশের নাগরিকদের হাতে নিহত হয়েছে। সোমবার সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০১২ সালে বিএসএফ কর্তৃক ২৪ জন এবং ভারতীয় নাগরিক কর্তৃক ১০জন, ২০১৩ সালে বিএসএফের হাতে ১৮ জন এবং ভারতীয় নাগরিকের হাতে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছে।
এছাড়া ২০১৪ সালে বিএসএফের হাতে ২৪ জন এবং ভারতীয় নাগরিকের হাতে ১৬ জন, ২০১৫ সালে বিএসএফের হাতে ৩৮ জন এবং ভারতীয় নাগরিকের হাতে একজন বাংলাদেশি নিহত হয়েছে বলে জানান মন্ত্রী। চলতি বছরের ১৮ এপ্রিল পর্যন্ত বিএসএফের হাতে পাঁচজন বাংলাদেশি মারা গেছে বলে জানান তিনি।
মন্ত্রী জানান, সর্বশেষ গত বছরের ২-৭ অগাস্ট ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে বিজিবি মহাপরিচালকের সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ণয়ের আহ্বানের প্রেক্ষিতে বিএসএফ মহাপরিচালক বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা শূণ্যের কোটায় নামিয়ে আনতে একমত হন। তিনি বলেন, বিভিন্ন সীমান্ত অপরাধ, বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক ও গরু পাচার এবং এর সাথে সংশ্লিষ্ট অবৈধ সীমান্ত পারাপার বন্ধ করতে সীমান্তে বিজিবির টহল তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে।